চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ঘুনধুম সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০১৯ | ৫:১৪ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুনধুম সীমান্তের দক্ষিণ আমতলী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি’র সদস্যরা। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এক ইমেইল বার্তায় বিষয়টি জানানো হয়।

কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ প্রেরিত ওই মেইল বার্তায় জানানো হয়, সোমবার রাতে কক্সবাজার ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপির নায়েব সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে ঘুনধুমের দক্ষিণ আমতলী এলাকায় টহলদল টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমারের ওদিক থেকে তিন ব্যক্তি সন্দেহজনকভাবে বাংলাদেশ সীমান্তের দিকে আসছিল। বিষয়টি সন্দেহ হলে টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

একপর্যায়ে তারা দৌড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এ সময় একটি প্যাকেট ফেলে যায় তারা। পরে ওই প্যাকেট থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে টহলরত কক্সবাজার ৩৪ বিজিবি’র সদস্যরা।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট