চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বন্যহাতির আক্রমণে বৃদ্ধ নিহত আনোয়ারায়

নিজস্ব সংবাদদাতা , আনোয়ারা

১৯ আগস্ট, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় আবারো বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আবদুল মোতালেব(৬৮) প্রকাশ বাবুল। তিনি স্থানীয় মৃত আবদুল আউয়ালের পুত্র। গতকাল রবিবার ভোরে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার তৈলারদ্বীপ গ্রামের বাসিন্দা আবদুল মোতালেব রবিবার ভোরে মসজিদে ফজরের আজান দিয়ে নিজ ঘরে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় আবদুল কাদের (র.) এর
। ১১ পৃষ্ঠার ৫ম ক.

মাজারের সামনে বন্যহাতির আক্রমণের শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থ্ানীয়রা তাকে চমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, বন্যহাতিটি বাঁশখালী চলে যাওয়ার পথে বৃদ্ধ আক্রমণের শিকার হন। স্থানীয় বনকর্মী ফোরকান জানান, রাত সাড়ে ৩টার দিকে হাজীগাঁও কটন মিলের সামনের একটি দোকানে বন্যহাতিটি আক্রমণ চালিয়েছিল। পরে সেখান থেকে তৈলারদ্বীপে গেলেই এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট