চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদা দূষণে মিল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বর্জ্য ফেলে হালদা নদী ও আশপাশের পরিবেশ দূষণের দায়ে হাটহাজারীর নন্দীরহাট এলাকাস্থ এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লি­ক গতকাল রবিবার পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ে শুনানিশেষে এ আদেশ দেন । পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ বলেন, রবিবার শুনানিশেষে জরুরি ভিত্তিতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ত্রুটি সংশোধন করে ইটিপি সার্বক্ষণিক চালু রাখার পদক্ষেপ গ্রহণ ও পরিবেশসম্মত স্লাজ অপসারণের ব্যবস্থা নিতে বলা হয়েছে এশিয়ান পেপার মিল কর্তৃপক্ষকে। এসব ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ আগস্ট এশিয়ান পেপার মিলের বর্জ্য বাইপাসের মাধ্যমে অপসারণ করে পরিবেশ দূষণের অভিযোগ পেয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নূরুল্ল­াহ নূরী, সহকারী পরিচালক সংযুক্তা দাশ ও সহকারী পরিচালক মুক্তাদির হাসান ওই এলাকা পরিদর্শন করেন। পরে ১৮ আগস্ট শুনানিতে হাজির হওয়ার জন্য এশিয়ান পেপার মিল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট