চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মনসা পূজায় রাউজানে ১০ হাজার পাঁঠা বলি

নিজস্ব সংবাদদাতা , রাউজান

১৯ আগস্ট, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

রাউজানে উৎসবমূখর পরিবেশে সনাতনী সম্প্রদায়ের মনসা পূজা উদযাপিত হয়েছে গতকাল। এবার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার ৯ ওয়ার্ডে কমপক্ষে ১০ হাজার পাঁঠা বলি দেয়া হয়েছে। এছাড়া অসচ্ছল পরিবারগুলো ধর্মীয় রীতি অনুযায়ী হাঁসসহ বিভিন্ন প্রাণি বলি দিয়েছে। সরেজমিনে দেখা যায়, দুপুর পৌণে একটার দিকে নোয়াপাড়া পথের হাটের পূর্ব পাশে মালাকার পাড়ায় সবচেয়ে বড় দুই লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি পাঁঠা বলি দিতে দেখা যায়। নোয়াপাড়া ইউনিয়নের মালাকার পাড়ায় দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ‘মধ্যযুগে আরাধ্যদেবী মা মনসা’ নামের এই পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সহ সভাপতি ধনা মালাকার, রুবেল বৈদ্য, প্রণব দাশ, মিঠু চক্রবর্তী, মিঠুন দে, সমীর মহাজন, অরুণ মহাজন, স্বপন মহাজন, অনিল আচার্য্য। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে জানান, ‘রাউজানে এবার কমপক্ষে ১০ হাজার পাঁঠা বলি দেয়া হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট