চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৯ | ২:৩০ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে আবদুল মোতালেব (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৮ আগস্ট) সকালে বহদ্দারপাড়ার তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল মোতালেব স্থানীয় মৃত আবদুল আওয়ালের ছেলে। তিনি সকালে নামায পড়ে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মোতালেব সকালে ফজরের নামায পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি বহদ্দারপাড়ার তৈলারদ্বীপ এলাকার আবদুল কাদের (র.)-এর মাজারের কাছে এসে একদল হাতির সামনে পরে যান। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিক কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারেননি তিনি। পরে  একটি হাতি শুঁড় দিয়ে তকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেললে তিনি গুরুতর আহত হোন।

জানা যায়, আহত আবদুল মোতালেবকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া হয়। পরে দুপুর প্রায় ১২ টায় তার মৃত্যু হয়।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালকুদার জানান, গুরুতর আহত অবস্থায় আবদুল মোতালেবকে সকালে চমেকে ভর্তি করা হয়। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট