চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৬ হাজার ইয়াবাসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকা থেকে গতকাল শনিবার সকালে ২৬ হাজার ইয়াবাসহ একটি ট্রাক আটক করেছে র‌্যাব-৭। এ সময় ট্রাকচালক মশিউর রহমান লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাবের সহকারী পুলিশ সুপার (জনসংযোগ) মো. মাশকুর রহমান জানান, কক্সবাজারে পেঁয়াজ রেখে ট্রাকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলো চালক মশিউর। গোপন সংবাদরে ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বাকলিয়া থানা এলাকার রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে চেকপোস্ট বসানো হয়। রাত (শুক্রবার) সাড়ে নয়টার সময় ট্রাকটি থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে চালক পালানোর চেষ্ঠা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ট্রাকের ড্রাইভিং সিটের বাম পাশে কৌশলে লুকিয়ে রাখা ২৬হাজার ২’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালক মশিউর জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের কাজ করছিলো। উদ্ধার করা ইয়াবার বাজার মুল্য প্রায় এক কোটি ৩১ লাখ টাকা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট