চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বরকল মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনীতে এডিশনাল ডিআইজি আবুল ফয়েজ

শিক্ষায় সামাজিক দায়বদ্ধতার অনুভব থাকতে হবে

১৮ আগস্ট, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে যদি প্রযুক্তিনির্ভর করা যায়, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করেছে। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা অনেক।
বরকল ছালামতিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা সমাজ ও দেশের বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রেখে যাচ্ছে। শিক্ষার মধ্যে সমাজ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা অনুভব থাকতে হবে। তিনি গত ১৬ আগস্ট চন্দনাইশের বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী পরিষদের (প্রাশিপ) সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এতে সভাপতিত্ব করেন সভাপতি মু. জসিম উদ্দীন চৌধুরী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রাশিপ সা. সম্পাদক মাওলানা কারী মু. ফেরদৌসুল আলম খান আলকাদেরী। জিএম শাহাদত হোছাইন মানিক ও মু. আবদুল মুবিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মু. অহিদুল আলম চৌধুরী, মোহাম্মদ আকতার ফারুক, মু. দিদারুল আলম চৌধুরী, মু. গিয়াস উদ্দীন সিদ্দিকী, মু. এমরানুল হক খান, হাফেজ মু. ছিবগতুল্লাহ চৌধুরী, কাজী মু. আজিজুল হক, কাজী মু. আলাউদ্দীন, মু. আবদুর রহমান, জিএম জাহেদুল আলম, মু. শাহজাদা খান, মু. মোস্তাফিজুর রহমান, হাসনাইন রেজা হাসিব, আল মোছাব্বির খান মাহি প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট