চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা

উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান

মফস্বল ডেস্ক

১৮ আগস্ট, ২০১৯ | ১২:৪৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা ও পরিচ্ছন্নতা অভিযান চলছে উপজেলার বিভিন্ন স্থানে।
ফটিকছড়ি: নাজিরহাটের নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এডিশ মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয় গত ১৪ আগস্ট। সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ নজিবুল বশর মাইজভা-ারী এমপি। জেলার সিভিল সার্জন ডাক্তার আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানে আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইলিয়াস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ডাক্তার হোসেন আল মামুন প্রমুখ। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি উপজেলার ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন পরিষদে ফগ মেশিন বিতরণ করেন। পরে র‌্যালি বের হয়ে নাজিরহাট পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রাউজান ইউনিয়ন পরিষদ: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাউজান ইউনিয়ন পরিষদ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এম শাহআলম চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি সৈয়দ হোসেন কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল আমিন, মোজাফফর ছালাম মুবিন, সারজু মো. নাছের, তরুন বড়–য়া, প্রবেশ বড়–য়া প্রবাস, আবদুল ছালাম, সাহাবুদ্দিন মেম্বার, এসএম লিটন, নিজাম উদ্দিন হায়দার (রাসেল), ফজলুল করিম ফজু, মো. ফোরকান মেম্বার, মো. ইদ্রিছ, হাজী মো. শফি, আবদুল আহমদ, ইকতিয়ার মেম্বার, জহির উদ্দিন মেম্বার, আবু তৈয়ব মেম্বার, সাইফুদ্দিন মেম্বার, আবদুর রশীদ, মনছুর রশীদ চৌধুরী, অশোক বড়–য়া, হাবিবুল জাকারিয়া রাসেল, জামাল উদ্দিন, লাকী চৌধুরী, শিলু বড়–য়া, রেহেনা আকতার, রত্না চক্রবর্তী, সনজীব দত্ত, দীলিপ কুমার দে, নান্টু বড়–য়া, জসিম উদ্দিন, তসলিম উদ্দিন, আবদুল হাদি, সমীর ধর, আনোয়ার মিয়া, সুমতি বড়–য়া, জামাল উদ্দিন, ইমাম হাসান, আবদুল করিম, সুভাষ বিশ্বাস, শাহাদাত হোসেন বাবু, ফরিদ আহমদ প্রমুখ।
পানছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, সেনাবাহিনী পানছড়ি সাব জোনের উদ্যোগে উপজেলার বিভিন্ন রাস্তার আশ-পাশ এলাকায় ঝোপ-জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি পায় ১৫০টি মশারিও বিতরণ করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পানছড়ি সাব জোনে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মাঝে মশারি বিতরণ করা হয়। সাব জোন অধিনায়ক মেজর সোহেল আলম উপস্থিত থেকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করে মশারি তুলে দেন। ধারাবাহিকভাবে আরো মশারি বিতরণ করা হবে বলেও জানানো হয়।
রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড: নিজস্ব সংবাদদাতা জানান, ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ডেঙ্গুরোগ প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ও প্রচারণামূলক র‌্যালি বের হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন কাউন্সিলর অতিরিক্ত পিপি এডভোকেট সমীর দাশগুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, চিত্তরঞ্জন দাশ, অলক দাশগুপ্ত, উজ্জ্বল দাশগুপ্ত, এডভোকেট সৌমিত্র ভট্টাচার্য্য, উজ্জ্বল দাশগুপ্ত, তুহিন গুহ, প্রমোদ দাশগুপ্ত, অনিক দাশ, গোলাম মওলা প্রমুখ।
রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি থেকে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। কমসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার শেখ ছাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কালাম আজাদ ও খাদ্য গুদামের ওসিএলএসডি নাঈয়ূম ভূঁইয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট