চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

খাবারের খোঁজে লোকালয়ে বন্য হাতি, ১৪ ঘণ্টা পর স্বস্তি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

১৬ আগস্ট, ২০১৯ | ৮:০৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার সংলগ্ন এলাকার লোকালয়ে দুটি বন্য হাতি পাহাড় থেকে নেমে এসে  ১৪ ঘন্টা পর ফিরে গেছে। আজ শুক্রবার (১৬ আগস্ট) ভোররাত ৪ টার দিকে হাতিগুলো পাহাড় থেকে ঘনবসতিপূর্ণ পশ্চিম সরফভাটা গ্রামে নেমে আসে। মানুষের বাড়ি ঘরের আশপাশে অবস্থান নেয়ায় নারী পুরুষ ও শিশুরা বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। এ সময় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৪ ঘন্টা পর মানুষের তাড়া খেয়ে হাতি দুটি সন্ধ্যা ৬টার পরে পাহাড়ের পথ ধরে লোকালয় ছেড়ে গেলে স্বস্তি ফিরে আসে। লোকালয় ও পাহাড়ের দুরত্ব কাছাকাছি হওয়ায় রাতে আবারো হাতি নামতে পারে ভয়ে আতঙ্ক কাটছেনা গ্রামবাসীর।

সরফভাটা ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি বলেন, শুক্রবার ভোররাতে হঠাৎ দুটি বন্য হাতি পশ্চিম সরফভাটার লোকালয়ে ঢুকে হুংকার ছাড়তে থাকে। ঘুমন্ত গ্রামবাসীর মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে দিগ্বিদিক ছুটতে থাকে। সকাল হবার পর দেখা যায় হাতি দুটি বিভিন্ন মানুষের বাড়িঘরের আশপাশে বিচরণ করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে হাতিগুলোর বিচরণ ও উৎসুক মানুষের উপস্থিতি আতঙ্ক বাড়িয়ে দেয়। এ সময় কয়েক’শ মানুষ জড়ো হয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে বনবিভাগের কর্মী ও পুলিশ এসে উৎসুক মানুষের বিচরণ কমিয়ে বাজি ও ফটকা ফুটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চালান। সন্ধ্যা ৬টার পর হাতিগুলো পাশের ছনাগাজি গ্রাম দিয়ে পাহাড়ে উঠে যায়।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাঈল হোসেন বলেন, হাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক আসে। হাতি তাড়ানোর চেয়ে উৎসুক জনতাকে সামলাতে বেগ পেতে হয়েছে।

পূর্বকোণ/জিগার-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট