চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নকশা অমান্য : কল্পলোকের দুই মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০১৯ | ৮:১৪ অপরাহ্ণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিকের ২ ভবন মালিককে  নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। এ সময় এক মাসের মধ্যে ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয় আদালত। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সিডিএ’র বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, কল্পলোক আবাসিকের ই-৭০ নম্বর প্লটের মালিক রুবেল বিশ্বাস ও ডি-৬৪ নম্বর প্লটের মালিক মো. ওসমান গনির বিরুদ্ধে নকশা না মেনে ভবন তৈরির অভিযোগ উঠে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ১৮ মার্চ সিডিএ অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদী হয়ে আদালতে মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ জানান, মামলা থেকে অব্যাহতি পেতে আসামিরা ভবনের অবৈধ অংশ ভাঙার আবেদন জানালে আদালত আবেদন মঞ্জুর করে এক মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। এছাড়া নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ই-৭০ নম্বর প্লটের মালিক রুবেল বিশ্বাসকে ৩ লাখ ও ডি-৬৪ নম্বর প্লটের মালিক মো. ওসমান গনিকে ২ লাখ টাকা জরিমানা করেন আদালত।

 

 

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট