চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে শিক্ষার্থীদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ

১৮ জুলাই, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজ ও পরিবারের বোঝা নয়। তাদের প্রতি যত্নশীল হয়ে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে। তাই তাদের বোঝা না ভেবে ভবিষ্যৎ বাংলাদেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে। গতকাল বুধবার বোয়ালখালী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আহলা কড়লডেঙ্গা ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান, আমুচিয়ার চেয়ারম্যান কাজল দে, চরণদ্বীপের চেয়ারম্যান শামসুল আলম।
প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল। এতে আরো বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার লতিকা রত্নম মাননা, সাহেদা বেগম, সৈয়দা আমাতুল্লাহ আরজু, প্রধান শিক্ষক নজির আহম্মদ, আবদুল মাবুদ, নাহিদা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. ফারুক ইসলাম, জসীম উদ্দিন তালুকদার, আবদুল্লাহ আল মামুন, ওয়ায়েজ উদ্দিন, কাজল চৌধুরী,মর্জিনা আকতার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, হিয়ারিং ডিভাইস, চশমা ও নগদ অর্থ বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট