চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে ত্রাণ বিতরণকালে নজিবুল বশর এমপি

ফটিকছড়ির একটি খালের ভাঙ্গনও অরক্ষিত থাকবে না

নিজস্ব সংবাদদাতা হ ফটিকছড়ি

১৮ জুলাই, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

ফটিকছড়ির সাংসদ আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী বলেছেন, উপজেলার প্রধান নদী হালদা ও ধুরুংসহ ফটিকছড়ির একটি খালের ভাঙ্গনও অরক্ষিত থাকবে না। অচীরেই এসব ভাঙ্গন মেরামত করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে হালদা ও ধুরুং নদীর ভাঙ্গন মেরামত ও বেড়িবাধঁ নির্মাণের জন্য ১শ ৫৬কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব কাজের টেন্ডারও হয়ে গেছে, বর্ষা কমে গেলেই এসব কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামকে শহরের সুবিধা দেওয়ার পরিকল্পনা অনুযায়ী বর্তমান সংসদের চলতি মেয়াদে ফটিকছড়িতে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করা হবে। তিনি গতকাল উপজেলার সুন্দরপুর, নাজিরহাট পৌরসভা, সুয়াবিল ও সমিতির হাট ইউপিতে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। এসময় তাঁর সাথে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এম. তৌহিদুল আলম বাবু, উপজেলা আ. লীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, এডভোকেট ছালামত উল্লাহ্ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. জানে আলম, ওসি বাবুল আক্তার, ওসি শেখ মো. আব্দুল্লাহ্, লিটন কুমার দেবনাথ, ফেরদৌস হোসেন, আবুল হোসেন, প্রনবেশ মহাজন, আব্দুল কুদ্দুচ, জয়নাল আবেদিন, আলমগীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট