চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শীর্ষ দশে নতুন দুই কলেজ এবারও চট্টগ্রাম কলেজ সেরা

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বরাবরের মতো এবারে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি কলেজ। এ কলেজ থেকে ৮৭৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ৫৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে কলেজটির নাম। গতবারের মতো এবারও তালিকায় দ্বিতীয় থাকা সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এবার ১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছেন ৫৩৪ জন শিক্ষার্থী। ২ হাজার ১৫৪ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয় সরকারি সিটি কলেজ থেকে। তারমধ্যে ৩২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে গতবারের চতুর্থ স্থানে থাকা কলেজটি। চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এ কলেজ থেকে ৯৫৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫০ জন। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এবারের পরীক্ষায় ১ হাজার ২৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার পঞ্চম স্থানে তাদের নাম লিখিয়েছেন। ছন্দ পতনের কারণে গতবারের জিপিএ-৫ এর শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে থাকা সরকারী কমার্স কলেজের অবস্থান হয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। এবছর এ কলেজ থেকে ৮৬৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৫৭ জন। ৪৬৫ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয় ইস্পাহানী স্কুল এন্ড কলেজ থেকে। এরমধ্যে ৯৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এ তালিকার সপ্তম স্থানে রয়েছে। গতবারে জিপিএ-৫ শীর্ষ তালিকায় সপ্তম স্থানে থাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের নাম এবারের তালিকায় অষ্টম স্থানে এসেছে । এ কলেজ থেকে ১৭৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন। এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পাওয়ার শীর্ষ ১০ কলেজের তালিকায় নতুনভাবে জায়গা করে নিয়েছে পটিয়া সরকারি কলেজ ও হাজেরা তজু ডিগ্রি কলেজ। পটিয়া সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া ১২৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার নবম স্থানে রয়েছে। আর হাজেরা তজু ডিগ্রি কলেজ থেকে ১৮৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে তালিকার দশম স্থানে নতুনভাবে নাম এসেছে এ কলেজটির।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট