চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কামালের লাশ উত্তোলন

পটিয়ায় বিরোধের জের

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

১৮ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের জায়গা জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত মো. কামাল উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীর লাশ আদালতের নির্দেশে ৪৭ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়। গতকাল বুধবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের নির্দেশে পটিয়া সহকারী কমিশনার ভূমি সাব্বির রাহমান সানির নেতৃত্বে পটিয়া থানার একদল পুলিশ লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করেন। চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার সন্ধ্যায় লাশটি পুনরায় দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই কাজী মো. জাহাঙ্গীর আলম, এস আই রোকন উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলম, মামলার বাদি মো. জামালসহ নিহতের পরিবারের সদস্যরা। মামনার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, বাদি মো. জামালের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে তার ভাই নিহত মোহাম্মদ কামাল উদ্দিন (৪০) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট