চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

স্বামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া হত্যা মামলায় চার আসামি কারাগারে

ফলোআপ

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

১৮ জুলাই, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া আক্তারকে (২০) হত্যায় জড়িত গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত মঙ্গলবার (১৬ জুলাই) সকালে বান্দরবান জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই চার আসামি তানিয়ার স্বামী আব্দুর রহমান মিনার (২১), মিনারের মা দিলুয়ারা বেগম (৫৫), বোন ইয়াছমিন আকতার (৩৫) ও দুলাভাই মো. মিজানকে (৪০) আলীকদম থানা পুলিশ হাজির করলে আদালত এ আদেশ দেন। এর আগে প্রধান আসামি তানিয়ার স্বামী আব্দুর রহমান মিনার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ।
উল্লেখ্য, ১০ জুলাই দুপুর একটার দিকে শারীরিক নির্যাতনের শিকার তানিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত তানিয়া আক্তার কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আমির বলির বাড়ির নুরুল আবছারের মেয়ে। গত ১৫ জুলাই তানিয়া পিতা বাদি হয়ে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে তিন মাসের অন্তঃসত্ত্বা তানিয়াকে হত্যা করার অভিযোগে চারজনকে আসামি করে বান্দরবান জেলার আলীকদম থানায় মামলা দায়ের করেন। ওইদিন আলীকদম থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার সকালে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রধান আসামি তানিয়ার স্বামী আব্দুর রহমান মিনার তানিয়াকে মারধর করার কথা স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তার মা, বোনও তানিয়াকে মারধর করেছেন বলে স্বীকারোক্তি দেন। পরে এ ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট