চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়াদোত্তীর্ণ আইসক্রিম তৈরির দায়ে অর্থদণ্ড, কারখানা সিলগালা

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

১৭ জুলাই, ২০১৯ | ৮:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় একটি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও আইসক্রিম তৈরির ভেজাল উপকরণসহ আকবর হাটে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।একইসাথে প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেয় আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. ইসমাঈল হোসেন এ অভিযান পরিচালনা করেন।অভিযানে ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ আইসক্রিম ও আইসক্রিম তৈরির ক্ষতিকর রং, স্যাকারিন ও কেমিক্যাল উদ্ধার করা হয়। এ সময় ফ্যাক্টরির মালিক মো.আরিফকে (২৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন।

উদ্ধারকৃত ভেজাল আইসক্রিম ও আইসক্রিম তৈরির ক্ষতিকর কেমিক্যালও ধ্বংস করা হয়।

 

 

 

পূর্বকোণ/নরোত্তম-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট