চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হিলভিউতে নকশা বহির্ভূত ভবন ভেঙে দিয়েছে সিডিএ

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার ৮ নং রোডে একটি নকশা বহির্ভূত ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার সকালে সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সিডিএ’র অথরাইজড বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, গত ২৫ জুন

অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ এনে ভবন মালিক আবু জাফরের বিরুদ্ধে সিডিএর বিশেষ আদালত অভিযোগ দায়ের করেন মনোয়ারা বেগম নামে এক নারী। সাইফুল আলম চৌধুরী অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সিডিএ’র অথরাইজড বিভাগকে নির্দেশ দেন। নগরের পাঁচলাইশ রহমত নগর হিলভিউ আবাসিক ৮ নম্বর রোডে অভিযুক্ত আবু জাফর সিডিএ’র অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করছেন।
অথরাইজড কর্মকর্তা প্রকৌশলী মনজুর হাসান জানান, অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ এনে আবু জাফর নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার এক প্রতিবেশী অভিযোগ দায়ের করেছেন। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলতে আদালতে আবেদন করেন। সে অনুযায়ী গতকাল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট