চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফজলুল কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকী কাল

১৭ জুলাই, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

জননেতা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৪৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার। তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদ (ন্যাশনাল এসেম্বলি) এর স্পিকার, এককালীন অস্থায়ী প্রেসিডেণ্ট একেএম ফজলুল কাদের চৌধুরী ১৯১৯ সালের ২৬ মার্চ রাউজান থানার গহিরা গ্রামে পিতা খান বাহাদুর আবদুল জব্বার চৌধুরীর ঔরশে ও মাতৃকূল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মহিলা কবি রহিমুন্নেসার পৌত্রী বেগম ফাতেমা খাতুন চৌধুরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ এর ১৮ জুলাই তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর ৪৬তম মৃত্যু বার্ষিকীতে আগামীকাল বৃহস্পতিবার সকালে রাউজান গহিরাস্থ মরহুমের মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করা হবে। একই দিন বিকাল ৪ টায় চট্টগ্রাম শহরস্থ মরহুমের পারিবারিক বাসভবন ‘গুডসহিলে’ এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করবে। হাটহাজারীস্থ ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, ফজলুল কাদের চৌধুরী স্মৃতি পরিষদ, মুসলিম লীগসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন আলোচনা সভা ও মিলাদ মহফিলের আয়োজন করেছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট