চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের প্রতিসন্ধি, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা গতকাল উদযাপিত হয়। এ উপলক্ষে বৌদ্ধ মন্দিরগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। দিনভর হাজারো ভক্তের পদযাত্রায় মন্দিরগুলো মুখর থাকে।
নগরীর নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার, কাতালগঞ্জস্থ নব প-িত বিহার, দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, চান্দগাঁও সর্বজনীন বৌদ্ধ বিহার, মোমিন রোডস্থ চট্টগ্রাম সর্বজনীন বৌদ্ধ বিহার, মোগলটুলী শাক্যমুনি বিহারে বুদ্ধপূজা, শীল গ্রহণ, প্রদীপ পূজা, দিবসের তাৎপর্যের ওপর ধর্মালোচনা, মেডিটেশন ইত্যাদি কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন বিহারে ধর্ম দেশনায় বৌদ্ধ গুরুরা বলেন, মহামতি বুদ্ধের অনুসারী সকলেই সংযম, ন্যায় ও সৎ পথে চলা ও পরোপকারের মধ্য দিয়ে তাঁর জীবনাচরণ অনুসরণ এবং শ্রদ্ধার সঙ্গে প্রতিপালন করবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট