চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১৭ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার-এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের দুই সদস্যের প্রতিনিধিদল গতকাল দুপুর ১২ টায় উপাচার্যের অফিস কক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসেস-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব সাখাওয়াত রেজা ও এক্সামিনেশন সার্ভিসেসের ম্যানেজার হারুনুর রশীদ রিয়াদ। এ সময় চবি সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিওইটিএল)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও উপ-পরিচালক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে অতিথিদের স্বাগত জানান। তিনি অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। অতিথিবৃন্দ প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ সম্পর্কে জেনে আপ্লুত হন এবং বিশ^বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ‘আইইএলটিএস কনসালটেশন প্রোগ্রাম’ শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট