চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিভিন্ন হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা

আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার মধ্যেই হজের পূর্ণতা

পূর্বকোণ ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

বিভিন্ন হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ্ও দোয়া মাহফিলে বক্তারা বলেন,হজ এশটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করার মধ্যেই হজের পূর্ণতা বিদ্যমান।
রহমতে আলম হজ কাফেলা : রহমতে আলম হজ কাফেলার হাজিদের প্রশিক্ষণ কর্মশালা ও পরিচিতি সভা গতকাল সোমবার সদরঘাট কালীবাড়ীস্থ দ্য প্লেটার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাফেলার চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আবছার। হজের বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন রাঙ্গামাটি কেন্দ্রীয় বনরূপা জামে মসজিদের খতিব ইকবাল হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক জব্বারী, মাওলানা মোস্তফা মনির উদ্দিন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মোহাম্মদ নুর হোসাইন জালালী, মাওলানা শায়ের এনামুল হক। কর্মশালায় উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ওসমান গণী, হাফেজ মাওলানা হামেদ হাসান, মোহাম্মদ মুশফিক উদ্দিন রায়হান, আলহাজ হাফেজ মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মাকসুদ আলী মেম্বার, আলহাজ শাহ আলম মেম্বার প্রমুখ।
আল-মারচুচ হজ কাফেলা : আল-মারচুচ হজ কাফেলার হাজী সাহেবানদের পবিত্র হজ প্রশিক্ষণ কর্মসূচি’১৯ মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে, হজ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মোরশেদুল আলম ও মাওলানা সরওয়ার আলমের যৌথ পরিচালনায় গত ১৪ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হজ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বয়ান করেন চবি আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেজামুদ্দীন। বিশেষ অতিথির বয়ান করেন মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মাওলানা আকতার হোসেন, মাওলানা মহিউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ সরওয়ার কামাল।আলেমে দ্বীনগণ বলেন, হজ এক গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের পাঁচ রুকন বা মূল স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হজ। হজব্রত পালনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ, ওমরাহ পূর্ণ করো।’ (সূরা বাকারা, আয়াত : ১৯৬)। উপরোক্ত আয়াতে হজ ও ওমরাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। এ কথার গভীর তাৎপর্য রয়েছে।
আল ইহসান হজ মিশন : আল-ইহসান হজ মিশনের হাজিদের হজ প্রশিক্ষণ কর্মশালা গত ১২ জুলাই নগরীর একটি রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয়েছে। হজ মিশনের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস’র এম.এ. ছবুর, মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদ্রাসা আরবী প্রভাষক মাওলানা রিয়াজ মাহমুদ, এম. মহিউল আলম চৌধুরী, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, এডভোকেট তৌহিদুল আলম, মাওলানা ইকরামুল হক, আরেফুর রহমান, এডভোকেট ইমরান। হাফেজ মুহাম্মদ আবুল কালামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকার আব্দুল ওয়াজেদ, মঈনুল ইসলাম রাজু, হাফেজ মুহাম্মদ মুনির, মুহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আজম উদ্দীন প্রমুখ।
মক্বামে ইব্রাহীম হজ কাফেলা : মক্বামে ইব্রাহীম হজ কাফেলার হজ্বযাত্রীদের হজ পালনের নিয়ম কানুন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল গত শনিবার দুপুরে বাকলিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে হজ কাফেলার উপদেষ্টা কাশেম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত আলোচনায় অংশ নেন, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া ও মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন মক্বামে ইব্রাহীম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী। আলোচকবৃন্দ হজ্বযাত্রীদের ইহরামের কাপড় পরিধান, ইহরাম বাঁধার নিয়ম, মিনা আরাফাত মুজদালিফায় হজ্জে অত্যাবশ্যকীয় করণীয়সহ হজের মাসালা মাসায়েল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এতে কাফেলার পরিচালক ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট হামিদুর রশীদ, এডভোকেট আরিফ উদ্দীন, মহরম আলী ও এডভোকেট মাসুদুর আলম বাবলু ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট