চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে মাদকসহ দম্পতি আটক

প্রতিপক্ষের হামলায় শিক্ষক আহত, আটক ২

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১৬ জুলাই, ২০১৯ | ১১:১৯ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় মাদ্রাসার শিক্ষক আলী আহমদ (৪৯) প্রতিপক্ষের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে আনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ২জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে আহত আলী আহমদ বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আনোয়ারা থানার ডিউটি অফিসার এস আই আকরাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা প্রক্রিয়াধীন। জানা যায়, আনোয়ারা উপজেলার চুন্না পাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে দু’পক্ষের দ্বন্দ্ব বিরাজ করে আসছে। শিক্ষকরা দু’গ্রুপে বিভক্ত। ম্যানেজিং কমিটির মধ্যেও বিভক্তি রয়েছে। এছাড়া ছাত্রদের মধ্যেও বিভক্তি। মাদ্রাসা পরিচালনা নিয়ে দু’পক্ষের মাঝে ইতিমধ্যে কয়েক দফা ঘটনাও ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার সহকারী শিক্ষক আলী আহমদ অফিসে বসে কাজ করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে মাদ্রাসার কয়েকজন ছাত্র বহিরাগতদের সহায়তায় শিক্ষক আলী আহমদের উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। তার মাথায় ধারালো জিনিস দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন। তার হাতের আঙুলেও আঘাত পান। ঘটনাটি জানাজানি হলে দ্রুত অন্যান্য শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেয়া হয়। আহত আলী আহমদ জানায়, কিছু বুঝে উঠার আগেই আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমাকে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পুলিশ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে মো.জোবাইর (২৪) ও হোসাইন (১৮) কে আটক করে থানায় নিয়ে আসে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট