চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দোহাজারীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে ডা. শাহাদাত

সরকার ত্রাণ বিতরণে উদাসীনতা দেখাচ্ছে

১৬ জুলাই, ২০১৯ | ২:১৩ পূর্বাহ্ণ

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, চন্দনাইশের প্রায় দেড় লক্ষাধিক মানুষ গত ৫দিন ধরে পানিবন্দী হয়ে রয়েছে। বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেও এখনো অনেকেই পানিবন্দী রয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ জেলা প্রশাসক ও সরকারি দলের পক্ষ থেকে তেমন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। সরকার ত্রাণ বিতরণেও উদাসীনতা দেখাচ্ছেন। তিনি চন্দনাইশকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করে বন্যা কবলিত এলাকার লোকজনকে পুনর্বাসন করার জন্য সরকারের প্রতি দাবি জানান। এছাড়া প্রবাসী ভাইসহ সমাজের বিত্তবানদেরকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন। গতকাল সোমবার বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি বন্যার্তদের উদ্দেশ্যে এ কথা বলেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, দোহাজারী বিএনপির সি. সহ-সভাপতি কামাল উদ্দীন, সা. সম্পাদক বাবু খান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সা. সম্পাদক যথাক্রমে আবদুল মজিদ শাহ্, আবু বক্কর, মোরশেদ, শওকত আলী, আবদুল হাকিম, জয়নাল আবেদীন, ফয়সাল ঝিকু, আবদুস সত্তার প্রমুখ। এসময় তিনি দোহাজারী পৌরসভার প্রায় ২ হাজার বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট