চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে কাভার্ডভ্যান উল্টে তিনঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

১৬ জুলাই, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

বৃষ্টির কারণে কাদায় নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী উপজেলায় চট্টগ্রাম শহর থেকে আনোয়ারাগামী একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান সড়কে উল্টে যায়। গতকাল সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর বেপারী পুকুর পাড় সংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে সড়কের উভয়পাশে চার কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে সড়ক দিয়ে চলাচলকারী দক্ষিণ চট্টগ্রামের কয়েকটি উপজেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম শহর থেকে একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান আনোয়ারা যাচ্ছিল। কর্ণফুলী উপজেলার বড়উঠান শাহমীরপুর বেপারী পুকুর পাড় সংলগ্ন পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এলে একটি গাড়িকে সাইড দিতে গিয়ে কাভার্ডভ্যানের বাম পাশের পিছনের চাকা সড়কের পাশের কাদায় আটকে যায়। তখন চালক গাড়ি ডানে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়াসহ কয়েকটি উপজেলার হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। এসময় অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।
জানতে চাইলে কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজন বড়–য়া দৈনিক পূর্বকোণকে জানান, সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি উল্টে সড়কের মাঝখানে পড়ায় সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়া হলে প্রায় তিন ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট