চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তাইইয়ং এর সাথে ওয়াসার চুক্তি সই

ভা-ালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে কাজ করবে দ. কোরিয়ান প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান তাইইয়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানটি ওয়াসার ভা-ালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে কাজ করবে। গতকাল সোমবার নগরীর একটি হোটেলে এ চুক্তি সই করা হয়।
চুক্তিতে ওয়াসার পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এবং তাইইয়ং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে এক্সিকিউটিব পরিচালক লিম কিইং হাং। ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মুহম্মদ মাহবুব আলম দৈনিক পূর্বকোণকে বলেন, চুক্তি সই হয়েছে। দ্রুত প্রকল্পের মূল কাজ শুরু হবে। এর আগে ১৯ জুন সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, প্রায় দুই হাজার ১২৬ কোটি টাকার এ প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে ওয়াসার পানি উৎপাদন বাড়বে দৈনিক আরো ৬ কোটি লিটার। যা সরবরাহ হবে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে। দক্ষিণ কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট