চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আজ আল্লামা ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটবলের উদ্বোধন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

সিজেকেএস’র সাবেক ফুটবল সম্পাদক স্মরণে এবং সম্মানে ৪র্থ আল্লামা মো. ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট আজ থেকে এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে। চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফর্টিস গ্রুপের সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাদার্শা একাদশ ও কালারপোল ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করবে। বিকাল ৪টায় অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন ফর্টিস গ্রুপের কর্ণধার ও শিল্পপতি মো. শাহাদাত হোসেন। উপস্থিত থাকবেন আল্লামা ইকবাল ও সরোয়ার হোসেনের পরিবারের সদস্যরা।
এ উপলক্ষে গতকাল বিকেলে সংগঠন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. জয়নাল আবেদীন টুর্নামেন্টের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অন্যদের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানের পরিচালক শাহীন হাসান, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেবাশীষ বড়–য়া দেবু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরণ বক্তব্য রাখেন। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা মনিরুল ইসলাম, অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, ফিফা রেফারি মাহমুদ হাসান মামুন ও নির্বাহী সদস্য বিশ্বজিত সাহাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে কো-স্পন্সর হিসেবে আছে আর আর গ্রুপ, আর কে ডিজিটাল ও মামিয়া ড্রিংকিং ওয়াটার কোম্পানি। প্রতিযোগিতায় ২৭ দল ৮ গ্রুপে অংশগ্রহণ করছে। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। আর আর গ্রুপ ও আর কে ডিজিটালের সৌজন্যে প্রতি খেলায় সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। ট্রফিসহ চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট