চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পানিবন্দী এলাকা পরিদর্শনে জেসমিন পারভীন জেসী

১৬ জুলাই, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

প্রবল বর্ষণে শুলকবহর ওয়ার্ডের জলমগ্ন নিন্মাঞ্চল এলাকা গত শনিবার পরিদর্শন করেন চসিক সংরক্ষিত আসন-৩ এর কাউন্সিলর জেসমিন পারভীন জেসী।ভারী বৃষ্টির মধ্যেই তিনি শুলকবহর ওয়ার্ডের পানিবন্দী এলাকা ষোলশহর দুই নাম্বার গেইট, তুলাতলী, রেললাইন নুরে মদিনা মসজিদ সংলগ্ন, সিগনালের গোড়া,সিডিএ পুনর্বাসন এলাকা পরিদর্শন করে এলাকার প্রায় প্রতিটি গলি,কলোনি এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তিনি তাদের প্রতি সহমর্মিতা জানান। এ সময় তিনি এলাকাবাসীকে বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জলাবদ্ধতা নিরসনে সাধ্যমত কাজ করে যাচ্ছেন। এসময় কাউন্সিলর জেসীর সাথে ছিলেন, পাঁচলাইশ থানা আওয়ামী লীগ নেতা এস এম খালেদ বাবলু,তুলাতলী মহল্লা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক মো ফরিদ, ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ নেত্রী আনোয়ারা আলম, লাকি বেগম,প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রাজু, মহিউদ্দিন।-বিজ্ঞপ্তি
ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আন্তর্জাতিক
যুব দক্ষতা দিবস পালিত
ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পরিচালিত ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুল ও এ কে খাঁন ইউসেপ কালুরঘাট টেকনিক্যাল স্কুলে আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি আন্তঃট্রেড দক্ষতা প্রতিযোগিতা, দিবসের তাৎপর্যের উপর আলোচনা ও পুরস্কার বিতরণ। ইউসেপ আমবাগান টেকনিক্যাল স্কুলের অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়োগকর্তা কমিটি সিইপিজেড এর চেয়ারম্যান গোলাম নেওয়াজ বাবুল, ইউসেপ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জয় প্রকাশ বড়–য়া, ডিপিও জব প্লেসমেন্ট এন্ড ডিসেন্ট ওয়ার্ক আকরাম হোসেন সবুজ, ইউসেপ আমবাগান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলীম, ডিপিও (এফ এ) দেবাশীষ সেন, হেড অব টেকনিক্যাল স্কুল আমবাগান খন্দকার তুহিন আলী, ভারপ্রাপ্ত ডিপিও-সি ডব্লিউ আরএ ইব্রাহীম খলিল ভ’ঞা আন্তঃ ট্রেড দক্ষতা প্রতিযোগিতা পরিদর্শন করেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট