চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাসন্তী চাকমার সংসদ সদস্যপদ বাতিলের দাবি খাগড়াছড়িতে

নিজস্ব সংবাদদাতা, খাগড়ছড়ি

১৬ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

পাহাড়ের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমার সসদস্যপদ বাতিলের দাবিতে আবারো উত্তাল খাগড়াছড়ি।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সংগঠন তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছে। ১৪ জুলাই প্রচ- বৃষ্টি উপেক্ষা করে পার্বত্য অধিকার ফোরাম বাসন্তী চাকমার পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের সভাপতি মাঈন উদ্দীন, সা. সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা সংসদে বাঙালি ও সেনাবাহিনীর বিরুদ্ধে বাসন্তী চাকমার দেয়া বিরূপ বক্তব্যের রেকর্ড মুছে ফেলাসহ তার সদস্যপদ বাতিলের দাবি জানান। উল্লেখ্য, আগের দিন মানববন্ধন কর্মসূচি পালন করে বাঙালি ছাত্র পরিষদ। তারাও একই দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট