চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৬ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে গত ১৩ জুলাই।
উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব। পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মঈনুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা। উদ্বোধক ছিলেন মিনহাজুল ইসলাম জসীম। মাস্টার আমান উল্লাহ ও নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন রব্বানী। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আবু ইউচুপ চৌধুরী, মো. হাসান ইমাম, মো. আবুল হোসেন, হাবিবুল ইসলাম ভূঁইয়া, মিজানুর রহমান, অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী. আজিজুল করিম, মাওলানা আবু তাহের, মুহাম্মদ জসীম উদ্দিন, কাউন্সিলর জয়নাল আবেদীন, জসীম উদ্দিন চৌধুরী, ইদ্রিছ রায়হান, আবদুল্লাহ আল মাসউদ কাদেরী, মুহাম্মদ এরশাদ, সৈয়দ মহাম্মদ আসিফ উল্লাহ, মো. জুনায়েদ হোসেন।
সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরাই শহীদ হালিম-লিয়াকতকে হত্যা করেছে। তাদের রক্ত বৃথা যাবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট