চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে চক্ষু চিকিৎসা ক্যাম্প ‘সাঁকো’র

নিজস্ব সংবাদদাতা, কর্ণফুলী

১৬ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গত শনিবার।
উপজেলার শিকলবাহা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাঁকো’ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ১৫০ জন গরিব-দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় এবং অধিকাংশ রোগীকে চশমা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, নারী ইউপি সদস্য রেহানা আক্তার আঁখি, শিকলবাহা কমিউনিটি মেডিকেল উপ-সহকারী ডা. মো নুরুল হুদা। অনুষ্ঠান উদ্বোধন করেন ৩ নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন সাঁকো সংগঠনের মোস্তাক আহম্মদ মুন্না, রিয়াদ আবদুল্লাহ তাহের, মো. সালাউদ্দিন, আমিন ইসলাম, মিনহাজুল ইসলাম, তৌফিক আক্তারি, মো. আকবর, আরিফ উদ্দিন বখতেয়ার, মিনহাজুল কবির রণি, নূর আকতার, মো. মোরশেদ, নুর মোস্তাফা, এহসান উল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট