চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মৃদুল কান্তি দে’র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

১৬ জুলাই, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

রাউজান আশালতা কলেজের প্রতিষ্ঠাতা দানবীর মৃদুল কান্তি দে’র পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত ১৪ জুলাই।
মৃদুল কান্তি দে সুহৃদ সংঘের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারতের বৃন্দাবন থেকে আগত ইসকন মহারাজ মুক্তিদাতা চৈতন্য দাস ব্রহ্মচারী। সুহৃদ সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে ও আবৃত্তিকার দেবব্রত দে (দেবু)’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক সুবোধ কুমার দত্ত, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ^াস, লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, মুক্তিযোদ্ধা অমিত সেন ও তাপস কুমার নন্দী, ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, লায়ন শংকর সেনগুপ্ত, শিক্ষাবিদ সিন্দু ভূষণ নাথ, উত্তম চক্রবর্তী, সুনীল দে, রনজিৎ সেন, প্রদীপ মিত্র, অশোক চৌধুরী, স্বপন দাশ, অজয় বণিক, সুভাষ বিশ^াস, অম্লান চৌধুরী, সুকুমার পাল, শেফালী দাশ, রতন চৌধুরী, আশীষ চৌধুরী, বাসুদেব সাহা ও কমলেন্দু সাহা, স্কাইল্যাব দে, প্রদীপ দেব প্রমুখ।
সকালে সুহৃদ সংঘের উদ্যোগে রাউজানস্থ উত্তর গুজরা আশালতা কুঞ্জে দানবীর মৃদুল কান্তি দে’র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আশালতা কলেজের উদ্যোগে অপর একটি শোকসভার আয়োজন করা হয়। সন্ধ্যায় ইসকনের উদ্যোগেও প্রার্থনা সভার আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট