চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অটোরিক্সায় গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

১৫ জুলাই, ২০১৯ | ৬:০৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ব্যাটারি চালিত অটোরিক্সায় গলার ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে পৌরসভাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মিনু আক্তার (১৮)। সে সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ মহাদেবপুর গ্রামের নলুয়াপাড়ার এজাহার মিয়া সওদাগরের মেয়ে। মিনু সম্প্রতি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। নিহতের ভাই আরিফ হোসেন ও তার নিকটাত্নীয় উপজেলাস্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন জানান, মিনু দুপুর ১টার দিকে সীতাকুণ্ড সদর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তার রিক্সাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশান এলাকা অতিক্রমের সময় তার গলায় থাকা ওড়না রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে গাড়ি থেকে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।



পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এস.আই শিপ্রা দাস বলেন, ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তার পরিবার বিনা ময়না তদন্তে লাশ নিয়ে যাবার জন্য আবেদন করেছে। অনুমতি পেলে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট