চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় বাঁশের চালি ধরতে নেমে স্রোতে নিখোঁজ তরুণ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

১১ জুলাই, ২০১৯ | ৭:২৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার ইছামতি নদীতে ভাসমান বাঁশের চালি ধরতে নেমে নিখোঁজ হয়েছেন এক তরুণ। তার নাম দিদারুল আলম (১৮)। সে উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে। তবে তার সাথে বাঁশের চালি ধরতেনামা আবদুর রহমান (১৯) নামের আরেক তরুণ পানির তোড় থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।
আজ বৃহষ্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের হালিমপুর গ্রামে ইছামতি নদীতে এই ঘটনা ঘটে। এসময় ইছামতি নদী অতি বৃষ্টির কারণে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উত্তাল ছিল।


ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল নিখোঁজ দিদারুল আলমকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। আমরাও তাদের সহযোগিতা করছি।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে তীব্র স্রোতের কারণে ফায়ার সার্ভিসের ডুবুরিদের কাজ করতে কষ্ট হচ্ছে।

 

 

পূর্বকোণ/ জিগার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট