চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে এসডিজি বাস্তবায়নে কর্মশালা

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি অফিস

১১ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ৯ জুলাই।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। কর্মশালায় বক্তব্য রাখেন রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঈনুদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল, সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি) আব্দুল আউয়াল, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় জিআইইউ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় আমার গ্রাম আমার শহর আদর্শকে ধারণ করে প্রতিটি জেলা থেকে উপজেলায় পর্যায়ে স্থানীয় টেকসই উন্নয়ন বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট