চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঘোর বর্ষায়ও দাবদাহে বিপন্ন জনজীবন

আবহাওয়া ডেস্ক

১৮ জুলাই, ২০১৯ | ৩:৪০ অপরাহ্ণ

টানা ১০ দিন ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পরে আড়মোড়া দিয়ে জেগেছে নগরী। কিন্তু প্রখর রৌদ্রতাপে এখন কিছুটা বিপন্ন জনজীবন। গত দু’দিন ধরে বিরাজমান এ অবস্থা চলতে পারে আরো বেশ কিছুদিন।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) মৌসুমী বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী বায়ু দেশের দক্ষিণাংশের উপর সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরো জানানো হয়, আজ (১৮ জুলাই) সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, অঞ্চলসহ সিলেট এবং যশোর বিভাগে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৭১ শতাংশ।

 

চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৬টা বেজে ৩৯ মিনিট।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট