চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইসিসিকে ‘ব্যঙ্গ’ করে টুইট অমিতাভের

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ৪:৪৬ অপরাহ্ণ

ম্যাচে বেশি বাউন্ডারি মারার যুক্তিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। আইসিসির এই নিয়ম অনেকেই মানতে পারছেন না। আম্পায়ার দাবি করেছেন, শেষ ওভারের ওই থ্রো থেকে ছয় নয়, পাঁচ রান দেওয়া উচিত ছিল ইংল্যান্ডকে। ম্যাচ টাই। সুপার ওভার টাই।

তবে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন যেভাবে ট্রোলড করেছেন আইসিসিকে, তা মনে রাখার মতো। অমিতাভ বচ্চন একটি মজার টুইটে বলেছেন, ‘‌আপনার কাছে ২০০০ টাকা আছে। আমার কাছেও রয়েছে ২০০০ টাকা। আপনার কাছে ২০০০ টাকার একটি নোট। আমার কাছে ৫০০ টাকার চারটি নোট। তাহলে কে বড়লোক?‌ আইসিসি জবাব দেবে, যার কাছে ৫০০’র চারটি নোট রয়েছে সেই বেশি বড়লোক।’‌

বেশি বাউন্ডারি মারার যুক্তিতে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই অমিতাভ বচ্চনও এভাবেই ব্যঙ্গ করলেন আইসিসিকে।

কেউ কেউ দাবি করেছেন, ‘‌যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভাল হত।’‌ রোহিত শর্মা, যুবরাজ সিংরা আইসিসির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। এবারের বিশ্বকাপের ফাইনালে যদিও এটিকে রুদ্ধশ্বাস ম্যাচ বলা হচ্ছে। কিন্তু আইসিসির এই নিয়মে অনেক হতাশ হয়েছেন। বিশ্ব উঠেছে সমালোচনার ঝড়। তীব্র নিন্দার মুখে পড়েছে আইসিসি।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট