চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব আরচারিতে প্রথম ব্রোঞ্জ পেল বাংলাদেশের রোমান  

স্পোর্টস ডেস্ক

১৭ জুন, ২০১৯ | ৩:৩৮ অপরাহ্ণ

বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম কোনো পদক এনে দিলেন তীরন্দাজ রোমান সানা।

বিশ্ব আরচারিতে প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ পেল বাংলাদেশ। রবিবার (১৬ জুন) নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হুন্দাই বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান নির্ধারণীতে ইতালির মাওরো নেসপলিকে ৭-১ পয়েন্টে হারিয়ে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

তবে ফাইনালে ওঠা হয়নি রোমানের। রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে ৭-২ সেটে মালয়েশিয়ার তীরন্দাজ খায়রুল আনোয়ারের কাছে হেরে চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয় তাকে।

রোমানের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ। গত ১৩ জুন নেদাল্যান্ডসের ফন ডেন বার্গকে ৬-২ সেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন রোমান। আর এতেই আসন্ন টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন তিনি।

সে অর্জনে রোমানের ভূয়সী প্রশংসা করে আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল বলেছিলেন, ‘এবারের আরচারি বিশ্বকাপ থেকে ভারতের তিনজন টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমাদের দেশ থেকে রোমান সানা। আমরা গর্বিত। রোমানের অর্জন দেশবাসীকে উৎসর্গ করলাম’।

‘উই নিড টু হিরো’ নামে রোমান সানাকে নিয়ে দেশব্যাপী প্রচারণার কথাও রবিবার এক সংবাদ সম্মেলনে জানান আরচারির পৃষ্ঠপোষক তীরের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত হোসেন।

প্রসঙ্গত ২০০৯ সালে ইয়ুথ অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন বাংলাদেশের আরচার ইমদাদুল হক মিলন। এবার ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি সুযোগ পেলেন রোমান।

পূর্বকোণ/পলাশ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট