চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আবুধাবির উদ্দেশে বের হয়ে মামা-ভাগ্নে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০১৯ | ৫:১৬ অপরাহ্ণ

আবুধাবি যাওয়ার উদ্দেশে ফেনীতে বোনের বাড়ি থেকে ভাগ্নেসহ বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ প্রবাসী মোহাম্মদ আতিক উল্যাহ (৫০)। ঢাকা পর্যন্ত সঙ্গ দেয়ার জন্য সঙ্গে রওনা হয়েছিলো নিখোঁজ ভাগ্নে মোহাম্মদ হুজাইফা তাহমিদও (১৬)।

স্বজনদের দাবি, ঢাকা ও এলাকার সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের কাছে খোঁজ করেও তাদের কোনো হদিস মেলেনি। আতিক উল্যাহ বিদেশে গিয়েও পৌঁছাননি। জেলার দাগনভূঞা থানা ও ঢাকার খিলগাঁও থানায় এ ব্যাপারে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ মোহাম্মদ হুজাইফা তাহমিদের বাবা মোহাম্মদ হাফেজ আবুল বাশার জানান, ‘নিখোঁজ মোহাম্মদ আতিক উল্যাহ আমার শ্যালক। তিনি উপজেলার দেবরামপুর গ্রামের বাসিন্দা। প্রায় ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ব্যবসা করেন এবং সপরিবারে সেখানে বসবাস করেন। গত রমজানের কয়েকদিন আগে একাই গ্রামের বাড়িতে আসেন। এ সময় আমাদের পরিবারের (বোনের বাড়ি) সঙ্গে উপজেলার উত্তর চণ্ডীপুরে ছিলেন। আমার ছেলে মোহাম্মদ হুজাইফা তাহমিদ স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণিতে লেখাপড়া করে। ১৩ জুন দুপুরে মোহাম্মদ আতিক উল্যাহ আবুধাবি যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সঙ্গে তাহমিদকে নেন। কথা ছিল, তারা ঢাকায় একদিন থাকবেন, এরপর আতিক উল্যাহ আবুধাবি চলে যাবেন আর তাহমিদ বাড়ি চলে আসবে। বাড়ি থেকে বের হয়ে তারা ফেনীতে স্টার লাইন পরিবহনের একটি বাসে ওঠেন। এরপর থেকেই মামা-ভাগ্নে নিখোঁজ। দুজনের সঙ্গে থাকা দুটি মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। আতিক উল্যাহ আবুধাবিতেও যাননি।’

হাফেজ আবুল বাশার আরো জানান, তারা পরিচিত সব জায়গায় খোঁজাখুজি করেও কোনও কূলকিনারা করতে পারছেন না।

দাগনভূঞা থানার ওসি ছালেহ আহমেদ পাঠান জানান, ‘এ বিষয় থানায় জিডি গ্রহণ করা হয়েছে। নিখোঁজদের বিষয়ে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।’

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট