চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রধানমন্ত্রীকে বি চৌধুরী: ধর্ষকের শাস্তি আমৃত্যু কারাদণ্ড করুন

অনলাইন ডেস্ক

১৮ জুলাই, ২০১৯ | ২:৪৭ অপরাহ্ণ

 

 

বাংলাদেশে ধর্ষকের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে আমৃত্যু কারাদণ্ড করার দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ -এর প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমৃত্যু কারাদণ্ডের এই ব্যবস্থা আপনি করুন। জনগণ আপনাকে সমর্থন করবে। আপনি একজন মহিলা, একজন মা। সেই হিসেবে সারা দেশের সঙ্গে আমরা কণ্ঠ মিলিয়ে বলছি, আমাদের দাবি মানতে হবে। আজকে যে ধর্ষণের সংখ্যা বেড়েছে তা জাতির জন্য, ইতিহাসের জন্য বড় লজ্জার। ধর্ষণের জন্য বড় বড় আইন আছে কিন্তু সেই আইনের প্রয়োগ আমরা দেখতে পাই না। যেভাবে আইন প্রয়োগ করার কথা ছিল সেভাবে আইন প্রয়োগ করা হচ্ছে না।’

বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন আইন (২০০৩) প্রয়োগ’ এর দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘১২ বছরের নিচের শিশুকে যারা ধর্ষণ করে তারা মানুষ হতে পারে না। আজকে ভারতবর্ষে আইন পাস করা হয়েছে ১২ বছরের নিচের শিশুদের যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু যেখানে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে সেখানে যাবজ্জীবন কেটে আমৃত্যু কারাদণ্ড দিতে হবে।’
যুক্তফ্রন্টের চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে আজকে ধর্ষণের সংখ্যা বাড়ছে। এই লজ্জা সারা পৃথিবীর কাছে আমাদের মাথা হেট করে দিয়েছে। আজকে আমাদের মায়েরা, মেয়েরা, কন্যারা কেউ নিরাপদ নয়। স্কুলে তারা নিরাপদ নয়, বাড়িতে নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয়ে নিরাপদ নয়, এমনকি মাদ্রাসায় নিরাপদ নয়। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে।
তিনি বলেন, ‘ মাদ্রাসা, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা ধর্ষণ করে তাদের কোনও জীবনে কোনও সরকারি-বেসরকারি শিক্ষালয়ে যেন চাকরি না হয় সে বিধান করুন। বাংলাদেশের জনগণ চায় নিরাপদ শিক্ষালয়। আজকের শিক্ষালয় নিরাপদ নয়। আমরা ধর্ষিতার ছবি দেখতে চাই না, ধর্ষকের ছবি বড় বড় করে ছাপাতে হবে। একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ মানববন্ধনে বিকল্পধারার সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মিজান

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট