চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আদালতে যাবেন বিদিশা

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ৪:১৩ অপরাহ্ণ

এরশাদের মৃত্যুর পর তাদের সন্তান এরিকের জীবন সংশয়ে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। এরিক এরশাদকে নিজের জিম্মায় পেতে আইনি লড়াইয়ে নামছেন তিনি। আজ বুধবার  (১৭ জুলাই) গণমাধ্যমকে তিনি একথা বলেন ।

তাকে নিজের জিম্মায় পেতে আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলেও জানান তিনি।

১৮ বছরের শাহতা জারাব (এরিক এরশাদ) এরশাদ ও বিদিশার একমাত্র সন্তান। ২০০৫ সালে এরশাদ ও বিদিশার বিয়ে বিচ্ছেদের পর এরিক কার জিম্মায় থাকবে তা নিয়ে তৈরি হয় জটিলতা। ২০০৯ সালে আদালতে গড়ায় বিষয়টি। এর দুবছর পর ২০১১ সালে আদালতের আদেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এরিকের দায়িত্ব পান এরশাদ।

এরশাদ জীবিত থাকতে এরিকের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ ছিলো বিদিশার। তবে এরশাদের মৃত্যুর পর তৈরি হয়েছে জটিলতা। বারিধারায় এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্কে সোমবার এরিককে দেখতে গিয়ে বাসায় ঢুকতে ব্যর্থ হন বিদিশা।

তার অভিযোগ, সম্পত্তি বা রাজনীতি কোনো কারণে তার সন্তানকে নিয়ে চক্রান্ত চলছে।

সন্তানের অভিভাবকত্ব পেতে শিগগিরই আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এরশাদের সাবেক স্ত্রী।

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট