চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিপদসীমার ওপরে আত্রাই নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ১২:৪৬ অপরাহ্ণ

নওগাঁ জেলার আত্রাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ সমঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার।নওগাঁ জেলার আত্রাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।নওগাঁ জেলার আত্রাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি জানান, আত্রাই নদীর ৪ পয়েন্টের মধ্য ২ পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে ৫০ সেন্টিমিটার ও শিমুলতলী পয়েন্টে ৩০ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রাতের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে পানির উচ্চতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার। তবে এখনো কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে নওগাঁ শহরের মাঝদিয়ে প্রবাহিত ছোট যমুনার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার প্রভাব মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে তাদের। মানুষজনকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

উল্লেখ্য, আত্রাই নদীর মোট দৈর্ঘ্য ৩৮০ কিমি। বৃহত্তর রাজশাহী-পাবনা অঞ্চলে আত্রাই-এর উপনদীসমূহ হচ্ছে, তুলসীগঙ্গা, নন্দকুয়া, বরানাই ও বড়াল।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট