চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সেরা শিক্ষক : বান কি মুন

নিজস্ব প্রতিবেদক

১০ জুলাই, ২০১৯ | ৭:১১ অপরাহ্ণ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে বিশ্বের সেরা শিক্ষক। অভিযোজন বিষয়ে বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে। আজ বুধবার (১০ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বুধবার গ্লোবাল কমিশন অন এডাপটেশন বিষয়ে ঢাকা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বান কি মুন বলেন, বাংলাদেশের অভিজ্ঞতা ও দূরদর্শিতা থেকে শিখতে আমরা ঢাকায় এসেছি। বিশ্বে প্রথম অভিযোজন নীতি গ্রহণ করে বাংলাদেশ ২০০৯ সালে। সত্তরের দশকে যেখানে পাঁচ লাখ মানুষ মারা গেছেন, সেখানে আজ এসব নীতির কারণে অগ্রগতি হয়েছে চোখে পড়ার মতো।



বাংলাদেশে একটি এডাপটেশন সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন জাতিসংঘের সাবেক এ মহাসচিব।
উল্লেখ্য, বান কি মুন জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন ও এর প্রভাব মোকাবিলায় ধারণার উন্নয়নে গঠিত এ কমিশনের চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট ড. হিলদা হেইন ও জিসিএ কো-চেয়ার ড. ক্রিস্টালিন জর্জিভা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট