চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বইপত্র প্রেম ও বোধের উচ্চারণে ওয়াজেদা পারভিন পপি’র কাব্যগ্রন্থ

অক্ষত ভালোবাসা

আরিফ চৌধুরী

২৮ জুন, ২০১৯ | ১:৪৬ পূর্বাহ্ণ

কবি ও কবিতার কাছে মূলত পাঠকদের প্রত্যাশা ব্যাপক ও বিচিত্র অন্তহীন। প্রকৃত অর্থে পাঠকদের কাছে একজন কবির কবিতার বিবেচনায় প্রবাহিত হন অসীম সম্ভাবনায়। কবি তার সৃষ্টিশীলতনার মধ্য দিয়ে তার কবিতার সম্পর্কে জানান দেন ভাষাবোধ, ব্যক্তিগত চিন্তা ও মননের অনুভব ও তার শক্তিমত্তার মধ্য দিয়ে। আত্মচেতনার আলোকে কবিতা দেশ, কাল ও সমাজের বির্বতনে ভিন্নতর রূপ ধারণ করে। শব্দের বিচিত্র সম্ভাবনাকে ধারণ করে আবিষ্কারের চেষ্টা আধুনিক কালের কবিতার লক্ষণ। আশা নিরাশার দোলায় কবিতা হয়ে ওঠে নতুন উপলব্ধির প্রয়াস। বাংলাদেশের কবিতা এখন একটা নতুন মর্যাদায় অভিষিক্ত হয়েছে।
কবি তাদের সমকালীন কবিতায় একটা ভিন্নতর ও বৈচিত্রময় ভাষা ও শৈলীর সৃষ্টি করে কবিতাকে সাজিয়ে তোলেন নিজ বৈচিত্র্যতায়। একজন তরুণ কবি ধীমান হলেই তার হাতের কাছে পেয়ে যাচ্ছেন সাজানো বৈচিত্র্যময় কবিতার প্রতি সমন্ধে সমক্য ধারণা। তাই বলে কবিতার ভাষা ও তাদের কাছে কথা হয়ে ওঠে সহজ সরল ও তাদের পক্ষে নতুন নতুন কবিতা লেখা ও নতুন মাত্রায় কবিতাকে পাঠকের কাছে পৌঁছে দিতে তাদের সপ্রতিভ চিন্তা ও ধারণা এবং সত্যেই বিষ্ময়কর। কারণ, এই সময়ে আমাদের চোখ ও ভবিষ্যতের দিকে আমাদের নতুন কবিদের দিকে। উত্তরাধিকারকে তাদের নিজস্ব ব্যবহারের উপর নির্ভও করে তরুণদের পথ করে দিতে হবে এগিয়ে যাবার গবব্য। তেমনি একজন তরুণ কবি প্রতিভা ওয়াজেদা পারভিন পপি বিস্তৃত নতুন পথে ছুটে চলেছেন নতুন দিগন্তের সম্ভাবনায়। কবি ভাষার বৈচিত্র্য অনুভব করেছেন, কবিতায় বৈচিত্র্যময় বাঁকের ছন্দ কবিকে ব্যাপকভাবে আকৃষ্ট হয়েছে। কবি তাইতো উচ্চারণ করেছেন-
গ্রীষ্মের আগমনের রুক্ষ প্রকৃতি
হঠাৎ সবুজ পাহাড় ঘিরে
কালো মেঘের আনাগোনা
কাল বৈশাখীর ঝড়
বর্ষার আগমনে প্রকৃতির সতেজতা লাভ
শরতের কাশ ফুলে হাতছানি,
হেমন্তের সোনালী ধান কিংবা ঋতুরাজ
বসন্তের ফোঁটা ফুল দেখে মুগ্ধ হয়েছি আমি।
(নয়নাভিরাম বিদ্যাপীঠ : পৃষ্ঠা-৪৯)
একজন কবির চিন্তা ও অভিজ্ঞতার প্রবাহে কবি তার কাব্য জগতের চেতনা প্রকৃতি ও আত্মস্মৃতি, নিসর্গ প্রিয়তা, ভাঙা-গড়ার টানাপোড়েন কবির আত্মলোকে কাজ করেছে নিত্য। কবি সচেতনভাবে বৃত্তাবদ্ধ না থেকে নিজস্ব আাত্বিক সক্রিয়তায় নিজেকে নির্মাণ করেন নিজস্বতায়। কবিতায় কবি অক্ষত ভালোবাসায় নিমজ্জিত হয়ে মনন চিন্তার কাব্যদৃষ্টিতে কবিতায় গড়ে তুলেছেন ভাষার নবসৃষ্টির মনোজগত। কবি তাইতো স্বপ্নের নতুন ভাবনায় বলে উঠেন-
বিচিত্র স্বপ্নরাও এসে যোগ দেয় উঠোনে
রঙিন স্বপ্ন , দুঃখের স্বপ্ন, সুখের স্বপ্নও থাকে,
স্বপ্নগুলো যখন ভাবনাদের প্রেমে পড়ে যায়
তখন উঠোনটি পরিণত হয় এক স্বপ্নপুরিতে।
( ভাবনার উঠোন : পৃষ্ঠা-৬৪)
কবিতো শব্দময় ছন্দের উপলব্ধিতে উচ্চারণ করেন শব্দ ও ছন্দের দ্যোতনায়। জীবনের সেীন্দর্যময়তা আবেগ, অনুভূতি ও বেদনাবোধ কবিকে করে তোলে স্বতন্ত্র কণ্ঠস্বরের নির্মোহ কথক। নিজের ভেতর নিজেকে আবিষ্কার করে কবি কবিতায় পরিপুরক বিস্ময় ও বিবেচনা ও বিচিত্র সময়কে ধারণ করে কবিতাকে গড়ে তোলেন পাঠকদের নতুন উদ্দীপনায়। তারুণ্যের দীপ্ত কবি দু’চোখে জাগিয়ে তোলেন নতুন আলোর দ্যুতি। প্রেম ও প্রকৃতির কবি ওয়াজেদা পারভীন পপি কবিতাকে নতুন চিন্তা ও মনন শৈলীতে কবিতায় সংযোজন করেন নব প্রাণ শক্তির দ্যোতনা। কবি কবিতায় নতুন রূপান্তরের শব্দে শব্দে নির্মাণ করেন ভিন্নতর রুচিবোধও বৈচিত্র্যে। কবিতা হয়ে ওঠে কবির কাছে নিজেকে প্রকাশ করার নতুন ভাষাবোধ ও নতুন কৌশল।
কবির সাম্প্রতিক কাব্যগ্রন্থ ‘অক্ষত ভালোবাসা’তে কবি নতুন করে জানান দেন ঐতিহ্যের চেতনাবোধ, তাইতো কবিতাও পেয়ে যায় নান্দনিক অবয়ব। কবিতায় তিনি উচ্চারণ করেন প্রেমানুভূতির আর্তি ও বেদনাবোধ। তাইতো-
জীবনের কাছে যে প্রেম রেখেছিলে,
সময় কী রেখেছে মনে?
মুছে যাওয়া পা-ুলিপির মতো অস্পষ্টতায়
আজও কী খুঁজে ফেরো।
(স্মৃতি রোমন্থন : পৃষ্ঠা-১৩)
কবির ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থ ‘অক্ষত ভালাবাসায়’ নতুন ভাবনায় সমকালীন কবির অস্তিত্বকে জানান দেয়। কবির সকল কবিতা হয়ে উঠে প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। একুশের বইমেলায় প্রকাশিত এ গ্রন্থটির প্রকাশক অক্ষরবৃত্ত প্রকাশন। এই কবিতার বইটি কবিকে পাঠকদের নতুন করে চেনার ও জানার সুয়োগ করে দেবে সে আশা করতে পারি। সুন্দর নান্দনিক প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী আল নোমান। বইটির মুল্য ১৮০ টাকা। বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট