চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিন্দা জাতিসংঘের ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলাচলে মার্কিন বিধিনিষেধ

১৭ জুলাই, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

মার্কিন সরকার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
নিউইয়র্ক সফররত জারিফগংদের ওপরকার এ বিধিনিষেধের সমালোচনা করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেছেন, এ সম্পর্কে আমরা আমাদের উদ্বেগের কথা স্বাগতিক দেশ আমেরিকাকে জানিয়েছি।
তিনি আরও বলেন, স্বাগতিক দেশের পক্ষ থেকে নিউইয়র্কস্থ ইরানের কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সে সম্পর্কে অবগত হয়েছে জাতিসংঘের সচিবালয়। স্বাগতিক দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে এ বিষয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি মার্কিন সরকারকে জানানো হয়েছে।
জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বর্তমানে নিউইয়র্কে রয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট