চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রুখে দাঁড়ালেন সেই ৪ কংগ্রেসওম্যান

১৭ জুলাই, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

কংগ্রেসের ডেমোক্রেট দলীয় নারী সদস্যদের আক্রমণ করে কয়েকটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের আলেকজান্ড্রিয়া ওকাসিও-কোর্টেজ, মিনেসোটার ইলহান ওমর, ম্যাসাচুসেটসের আইয়ানা প্রেসলি ও
মিশিগানের রাশিদা তালিব প্রমুখের বিরুদ্ধেই ট্রাম্প অমন মন্তব্য করেছেন। তাদের মধ্যে শুধু ইলহান ওমর জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের বাইরে। বাকি তিনজনের জন্ম যুক্তরাষ্ট্রে । ঐ চার নারী আইন প্রনেতাই প্রেসিডেন্ট ট্রাম্প-এর বক্তব্য বিদ্বেষমূলক, হিংসাত্বক, উদ্দেশ্যপ্রনোদিতভাবে উস্কানীমূলক এবং বর্নবাদী বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। তারা সকলেই ঐক্য, একতা আর সাম্যের কথা বলেছেন। বলেছেন এসবই তাদের শক্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট