চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কুয়া থেকে উদ্ধার হলো চিতাবাঘ

১৬ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

কেমন করে জানি লোকালয়ে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। ঘুরতে ঘুরতে আচমকাই পড়ে গেল একটি কুয়ার ভিতরে। পরে ঢাকঢোল পিটিয়ে উদ্ধার করা হয়েছে। রবিবার মহারাষ্ট্রের পুণে জেলার শিরুর তালুকার ফোকতে গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলছেন, চিতাটি কুয়োয় পড়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় বন দপ্তরে। পরে স্থানীয় উদ্ধারকারী দল এবং বন্যপ্রাণী সংগঠন এসওএস এর উদ্ধারকারীরা এসে সেটাকে উদ্ধার করেন। উদ্ধার প্রক্রিয়ার একটি ভিডিও-তে দেখা গেছে, চার বছর বয়সী চিতাবাঘটিকে উদ্ধারের জন্য একটি ছোট খাঁচা কুয়ায় নামিয়ে দেন উদ্ধারকারীরা। দরজা খোলা অবস্থায় নামানো হয় খাঁচাটি। সেটা দেখেই চিতাটি সাঁতরে এসে সেই খাঁচায় ঢুকে পড়ে। যেন সে জানতোই এমনটি হবে। দেরি না করে উদ্ধারকারীরাও দ্রুত খাঁচার মুখ বন্ধ করে দেন। অতঃপর টেনে উপরে তুলে আনেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট