চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাবরি মসজিদ মামলার শুনানিতে বাড়তি সময় চাইলেন বিশেষ বিচারপতি

১৬ জুলাই, ২০১৯ | ১:৪১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিজেপির তাবড় নেতাদের নাম রয়েছে এই মামলায়। এলকে আদবানী, এমএম যোশী। তাঁদের বয়স এখন ৮০-র কোটায়। তবে দাপট এখনও কমেনি। তাই শুনানিতে একটু বেশি সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানালেন বিশেষ বিচারপতি। বাবরি মসজিদ মামলার শুনানিতে বাড়তি সময় চাইলেন বিশেষ বিচারপতি মে মাসেই শীর্ষ আদালতে চিঠি লিখে বিশেষ বিচারপতি সময় চেয়েছিলেন। তাতে ২০১৯-এর সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
কিন্তু সেই সময়ও পর্যাপ্ত নয় বলে আদালতকে জানিয়েছেন বিশেষ বিচারপতি। শীর্ষ আদালতের বিচারপতি আর এফ নারিমনে নেতৃত্বাধীন বেঞ্চে এই আবেদন জমা পড়েছে। ২০১৭ সালে শীর্ষ আদালত নির্দেশিকা জারি করে প্রতিদিন এই মামলার শুনানির নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী গত ২ বছর ধরে চলছে বাবরি মসজিদ মামলার শুনানি। এই মামলায় সিবিআইয়ের তরফ থেকে ভিভিআইপিদের উপরেও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কিন্তু গত ২৫ বছর ধরে
শুনানি দীর্ঘায়িত করার জন্য এর আগেও সিবিআইকে শীর্ষ
আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট