চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইবোলায় আক্রান্ত হলেন যাজক

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ | ৯:৫৭ অপরাহ্ণ

আফ্রিকা মহাদেশেরে অন্যতম রাষ্ট্র ডিআর কঙ্গোর বৃহত্তম নগরী গোমায় ইবোলায় আক্রান্ত হয়েছেন এক ধর্মযাজক। এএফপি’র সংবাদে বলা হয়,গত বছরের আগস্টে দেশটির পূর্বাঞ্চলে রোগটি ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো এখানে ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করে এ কথা জানায়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইবোলায় আক্রান্ত যাজক গির্জায় ধর্মোপদেশ দিচ্ছিলেন এবং সেখানে তিনি ‘অসুস্থসহ’ অনেক উপাসকের হাত স্পর্শ করেন।
গত মঙ্গলবার ইবোলা ছড়িয়ে পড়া প্রধান শহরগুলোর অন্যতম বুতাম্বোতে প্রথম তার ইবোলায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়।




মন্ত্রণালয় জানায়, শুক্রবার তিনি একটি বাসে করে নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার উদ্দেশ্যে যাত্রা করেন। রবিবার সকালে তিনি সেখানে পৌঁছানোর পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয় যে তিনি ইবোলায় আক্রান্ত হয়েছেন।
ওই বাসের অন্য ১৮ যাত্রী ও চালককে আজ সোমবার টিকা দেয়ার কথা রয়েছে বলে জানায় মন্ত্রণালয় ।
কঙ্গোর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া সর্বশেষ ইবোলায় প্রায় ১ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

পূর্বকোণ/ তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট