চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশীসহ ৩ শতাধিক অবৈধ অভিবাসী আটক মালেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ | ২:৫৬ অপরাহ্ণ

মালয়েশিয়ায় ৩শ’ বাংলাদেশিসহ ৫ শতাধিক অবৈধ কর্মীকে আটক করেছে দেশটির পুলিশ।

রবিবার (১৪ জুলাই) কুয়ালালামপুর ও এর আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এমন ধরপাকড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মাঝে।

একাধিক সূত্রে জানা গেছে, অভিবাসন বিভাগের এ বিশেষ অভিযানে বাংলাদেশিসহ প্রায় তিন শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগের পরিচালক জানান, অভিযান চলাকালে ১ হাজার ৭০৯ জন কর্মীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় বৈধ নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায়, ৩শ’ বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করা হয়।


আটককৃতদের বিরুদ্ধে জাল ভিসা ব্যবহার, বৈধ কাগজপত্র না থাকা এবং মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থানসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামায় ইমিগ্রেশনের বরাত দিয়ে প্রচারিত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে এ বছরের ২৮ মে পর্যন্ত সাত লাখ ৪৪ হাজার ৯৪২ কর্মী ও ৮৩ হাজার ৯১৯ নিয়োগদাতারা বৈধকরণ প্রকল্পে নিবন্ধিত হয়েছে।

একটি সূত্রে জানা গেছে, নিবন্ধিতদের মধ্যে এক লাখ আট হাজার ২২৩ জন অবৈধ কর্মীকে বৈধতার অযোগ্য ঘোষণা করা হয়েছে। তাদেরকে ৩০ আগস্টের মধ্যে থ্রি প্লাস ওয়ানের আওতায় নিজ নিজ দেশে পাঠানোর কথা বলা হয়েছে নিয়োগকর্তাদের।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন