চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভূটান ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক

২৪ জুন, ২০১৯ | ৯:৩৭ অপরাহ্ণ

আকর্ষণীয় ও নান্দনিক সৌন্দর্যের দেশ ভূটান। সুন্দর পাহাড় আর পরিপাটি দেশটিতে প্রতিবছর বেড়াতে যান হাজার হাজার বাংলাদেশি পর্যটক।

ভারত ও মালদ্বীপের লোকজনও কম নয়। এই সংখ্যা দেশটির পর্যটন খাতের জন্য ‘বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এ সমস্যা সমাধানে বেশ কিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনাও করেছে ভূটান সরকার।

এর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের বেড়ানোর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে ভূটানে ঢুকতে হবে। যা এক বছরের মধ্যেই চালু হবে।

তাছাড়া কম-বাজেটের হোটেলগুলোর ভাড়া নির্ধারণ করে দেয়ার পরিকল্পনা করেছে সরকার। এগুলোতে তিন দেশের পর্যটকরা সীমিত সংখ্যক রুম ভাড়া নেয়ার সুযোগ পাবেন। বাকিগুলো বিদেশিদের জন্য বরাদ্দ থাকবে।

মূলত বিদেশি ট্যুর কোম্পানিগুলোর অভিযোগে এমন সিদ্ধান্তে পৌঁছেছে ভূটান। বিদেশিদের অভিযোগ— বাংলাদেশি, ভারত ও মালদ্বীপের পর্যটকদের তুলনায় হোটেল রুমের ভাড়া বেশি দিতে হচ্ছে তাদের।

এখন থেকে হোটেলের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবে ট্যুরিজম কাউন্সিল অব ভূটান। শুধু তাই নয়, বিদেশি কত যানবাহন ঢুকছে সেদিকেও নজর রাখবে দেশটির সরকার।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন